কর্ণফুলী লায়ন্স ক্লাবের ফ্যান মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

| মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

সমপ্রতি লায়ন্স ক্লাব অফ চিটাগং কর্ণফুলীর উদ্যোগে সীতাকুণ্ডের দক্ষিণ আকিলপুর জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে মসজিদের সভাপতি জয়নাল আবেদিনের হাতে সিলিং ফ্যান, মাস্ক ও স্যানিটাইজার সামগ্রি তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন শাহ আলম এম জে এফ, ক্লাব সেক্রেটারি লায়ন মাইনুল হাসান এবং ট্রেজারার লায়ন গাজী লোকমান হোসেন। ক্লাব প্রেসিডেন্ট তার সংক্ষিপ্ত বক্তব্যে করোনা মহামারী সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এনং সচেতন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং মসজিদ পরিচালনা কমিটির পক্ষে কামাল উদ্দিন, নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধজনগণকে ভোট কেন্দ্রমুখী করতে তত্ত্ববধায়ক সরকারের বিকল্প নেই