রাউজান বড়পাড়া এলাকায় লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী ও রাউজান বড়পাড়া সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে করোনাকালীন সময়ে রাউজান জ্ঞানানন্দ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে এক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জ্ঞানানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন মোহাম্মদ মাইনুল হাসান, ৭নং সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হীরু, লায়ন গাজী লোকমান হাসান চৌধুরী, লায়ন প্রকৌশলী তীর্থকর বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি বৈশ্বিক মহামারী মোকাবেলায় আর্তমানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের মুখে। তাই প্রত্যেক ব্যাক্তিকে তিনি একটি করে গাছ রোপণ করার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।