সিজেকেএস সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে গতকাল বৃহস্পতিবার একটি খেলা অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী ক্লাব এবং রাইজিং স্টার ক্লাবের মধ্যে অনুষ্ঠিত এ খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছে। ফলে উভয় দল ১টি করে পয়েন্ট ভাগ করে নেয়। লিগে এটি ছিল তাদের প্রথম খেলা। গতকাল দু’দলের খেলায় একটি দুটি বাদে আর কোন উল্লেখযোগ্য আক্রমণ ছিল না। খেলার শেষ দিকে রাইজিং স্টার ক্লাবের একটি আক্রমণ ক্রসবারে লেগে প্রতিহত হয়। তবে দু’দলের খেলোয়াড়দের মাঝে ফাউলের প্রবণতা ছিল বেশি। প্রথমার্ধে এক পর্যায়ে ফাউলের অভিযোগে কর্ণফুলী ক্লাবের আইয়ুব ইসলামকে রেফারী দু’বার হলুদ কার্ড দেখান। যা লাল কার্ডে পরিণত হয়। ফলে প্রথমার্ধের ২৮ মিনিটে তাকে মাঠ ত্যাগ করতে হয়। বাকি সময় কর্ণফুলীকে ১০ জন নিয়ে খেলতে হয়। কিন্তু দশজনের কর্ণফুলী প্রতিপক্ষ রাইজিং স্টার ক্লাবকে খেলার শেষ পর্যন্ত সামাল দিতে সক্ষম হয়। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কর্ণফুলী ক্লাবের খেলোয়াড় মো. সাঈদী। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর লায়ন এম.এ. মুছা বাবলু। আজ প্রথম বিভাগ ফুটবল লিগের কোন খেলা নেই। প্রিমিয়ার ফুটবল লিগে আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং চট্টগ্রাম জেলা পুলিশ। বিকাল ৩.৩০টায় এ খেলা চট্টগ্রাম এম আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।