কর্ণফুলী রক্ষায় গতকাল সন্ধ্যায় জনগণের প্রতিবাদ মঞ্চের উদ্যোগে ফিরিঙ্গীবাজার অভয়মিত্র ঘাট থেকে লালদিঘি ময়দান পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার একেএম সরওয়ার কামাল। মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের পট পরিবর্তনকারী জ্যাকপট অপারেশনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল কর্ণফুলীর ঘাট এবং সাম্পান মাঝিদের। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কর্ণফুলীর ঘাট তীর দখল করে অবৈধ স্থাপনা করা হচ্ছে। এই অন্যায় কিছুতেই মেনে নেয়া হবে না। সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিবাদ মঞ্চের আহবায়ক ডাক্তার মাহফুজুর রহমান। প্রতিবাদ মঞ্চের প্রধান সমন্বয়ক আলীউর রহমান ও দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ মিতুল দাশগুপ্ত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার চট্টগ্রাম সমন্বয়ক মনিরা পারভিন রুবা, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দাশ, আরকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহেদুল করিম বাপ্পী প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।