তারুণ্যের উৎসব –২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি ও নিউ স্টার ক্রিকেট অ্যাকাডেমির আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস এর সহযোগিতায় ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টে থানা পর্যায়ের খেলা গতকাল ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। বেপজা স্কুল ও সিডিআই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে কর্ণফুলী বেপজা স্কুল ৪ রানে মমতা স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। টসে জিতে বেপজা প্রথমে ব্যাট করতে নামে। তারা সব ওভার খেলে ২ উইকেট এ ১৩৫ রান করে। দলের পক্ষে সৌরভ ৬৫, রাকিব ২০, উদয় ২৫ রান করেন অতিরিক্ত থেকে আসে ১৫ রান। মমতা স্কুল এন্ড কলেজের ফয়সাল ২ টি উইকেট লাভ করে। জবাবে মমতা স্কুল এন্ড কলেজ সব ওভার খেলে ৪ উইকেটে ১৩১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আকাশ ৬৭, সামিদুল ১৮, রাজু ২০রান করেন। বেপজার পক্ষে রাকিব ২ টি এবং রাফি ১ টি করে উইকেট লাভ করে। অন্য খেলায় নেভী এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ৭ উইকেটে পরাজিত করে চিটাগং আইডিয়ালকে। টসে জিতে আইডিয়াল ব্যাট করে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে খোকা ১৩, মুন্না ১০, ফাহিম ১৫, আলিফ ৫, সামিদুল ১৫ রান করেন। নেভী এ্যাংকরেজ এর তাসিন ২, জিহাদ ও আলাদিন ১ টি করে উইকেট লাভ করে। জবাবে নেভী এ্যাংকরেজ স্কুল এর জিহাদ ৫৫, রাজু মিয়া ১২, রাদ ৫, আলভী ২ রান করেন।