নগরীর সিডিএ কর্ণফুলী বাজারে বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। গতকাল শুক্রবার সকালে এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
সূত্রে জানা গেছে, কর্ণফুলী বাজারে শুক্রবার সকালে অভিযান চালাতে গিয়ে নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার বিষয়টি জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নজরে আসে। অভিযানের সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় আনোয়ার এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা, রুমী স্টোরকে তিন হাজার টাকা, বকর স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা স্থানে প্রসেসকৃত মুরগি রাখায় দায়ে ওয়ান স্টার পোল্ট্রিকে ৫ হাজার টাকা, এক খাঁচায় সোনালী মুরগির সাথে দেশি মুরগী রেখে বিক্রয় করায় দায়ে জসিম পোল্ট্রিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ের মীরসরাই ট্রেডার্সকে ৬ হাজার টাকা জরিমানা করে পণ্যগুলো ধ্বংস করা হয়।