কর্ণফুলী পেপার মিলে নতুন কারখানা করা যেতে পারে

পরিদর্শনকালে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী পেপার মিলে নতুন কারখানা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোঃ সিরাজুল ইসলাম। তিনি গতকাল (১৪ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল কারখানা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, সাত দশকের পুরোনো কারখানায় কাগজ উৎপাদন বর্তমান যুগের সাথে মানানসই নয়। তিনি কেপিএম অতিথি ভবনে কারখানার সার্বিক বিষয়ে কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় কর্ণফুলী পেপার মিলের প্রতিষ্ঠাকাল, উৎপাদন প্রক্রিয়া, কাঁচামালের উৎস্য, উৎপাদিত কাগজের বাজার ব্যবস্থা, মোট ভূমির পরিমাণ, কারখানার লাভ-ক্ষতি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চান। এসময় কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস কারখানার সার্বিক বিষয় সম্পর্কে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানকে অবহিত করেন। দীর্ঘ প্রায় ৭৫ বছর ধরে কেপিএম একটানা কাগজ উৎপন্ন করছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বলেন, ছোট বেলা থেকে আমরা পাঠ্য বইয়ে কর্ণফুলী পেপার মিলের কথা পড়ে আসছি। দেশের ও রাষ্ট্রের প্রয়োজনে কেপিএম অনন্য ভূমিকা রেখে আসছে। বয়সের ভারে কেপিএম আজ প্রায় রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। তিনি বলেন, ৭০-৭৫ বছরের যন্ত্রাংশ সচল রেখে পণ্য উৎপাদন অব্যাহত রাখা বিশ্বে বিরল ঘটনা। যেহেতু পেপার মিলের বিশাল জায়গা রয়েছে, সেখানে নতুন কারখানাও গড়ে তোলা যায়। তিনি রাষ্ট্রের প্রয়োজনে কর্ণফুলী পেপার মিলকে বাঁচিয়ে রাখার প্রতি গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভয় আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কেপিএমের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ সেলিমুল হক, মহাব্যবস্থাপক (এমটিএস) স্বপন কুমার সরকার, মহাব্যবস্থাপক (এফআরএম) মোঃ শহীদ উল্ল্যাহ, মহাব্যবস্থাপক (উৎপাদন) মোঃ গোলাম সরওয়ার, আইন ও সম্পত্তি বিষয়ক কর্মকর্তা শামীম আহমেদ এবং কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন। সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কেপিএমের কর্মকর্তা রেজা শরীফ কামাল।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর পুনঃনির্বাচনের দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৩ জন