চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌ পুলিশের অভিযানে তেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫২ হাজার টাকা।
এ সময় তেল চুরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরি পুরাতন ফিশিং বোট জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার সময় কর্ণফুলী নদীর ১৪ ও ১৫ নং ঘাটের মধ্যবর্তী মেরিন জেটির কাছে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক। তিনি জানান, অভিযানে কোস্টগার্ড ও সহযোগিতা করেন।
গ্রেপ্তার তিন ব্যক্তিরা হলেন-মো. সরোয়ার আলম (৪৬), মোহাম্মদ ইউনুস (৪৬) ও জালাল আহমদ (৫৪)। এদের বাড়ি আনোয়ারা উপজেলার গহিরা, বরুমছড়া ও চন্দনাইশের কেশুয়া।
এ বিষয়ে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন,’ অভিযানে ৫০ টি প্লাস্টিকের কন্টেইনারে ২৪০০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়। বোটে তিন জনকে পাওয়া যায়। তারা তেলের বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করে মামলা করা হয়েছে।’












