নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক সাম্পান ঘাট এলাকার কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। পুলিশ জানায়, স্থানীয়রা কর্ণফুলী নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সদরঘাট নৌ পুলিশের ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ওই যুবকের পরনে সাদা গ্যাবার্ডিন হাফ প্যান্ট ও জিন্সের কালো ফুল প্যান্ট ছিল। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুখে দাড়ি রয়েছে। ওসি একরাম উল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানা ও পুলিশের হেড কোয়ার্টারে তথ্য পাঠানো হয়েছে।