কর্ণফুলী টানেল সড়কে যুবকের ঝুঁকিপূর্ণ বাইক স্টান্ট

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

কর্ণফুলী ট্যানেলে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হলেও টানেল সড়কের বৈরাগ চায়না ইকোনোমিক জোন সড়কের মোড় পর্যন্ত মোটরসাইকেলের চলাচলে কোন বাধা নেই। প্রতিদিন বিকালে সড়কে তরুণতরুণী ছাড়া পরিবারপরিজন নিয়ে ঘুরতে আসে স্থানীয় ও বিভিন্ন উপজেলার মানুষ। যার কারণে প্রতিদিন বিকেলে এই সড়কে তুলনামূলক বাইক চলাচল বেড়ে যায়। কিশোর বয়সের বাইকাররা এ সড়কে নিয়মনীতির তোয়াক্কা না করে বাইক পরিচালনা করলেও গতকাল শুক্রবার টানেল সড়কের আনোয়ারা প্রান্তে দেখা গেছে এক যুবকের অন্যরকম বাইক স্ট্যান্ট পরিচালনা। ২৫২৬ বছরের এই যুবক বাইকের উপর দাঁড়িয়ে দুই হাতে ক্রিকেট বল নিয়ে খেলছেন। নেই কোন হেলমেট। নেই সেফটি সরঞ্জাম। তার পেছনে আরো চারপাঁচটি মোটরসাইকেলে এই যুবককে বন্ধুরা উৎসাহ দিয়ে যাচ্ছেন। আর তার পাশ দিয়ে চলছে বড় বড় দূর পাল্লার যানবাহন। ১ ঘন্টারও বেশি সময় ধরে এভাবে টানেল সড়কে ঘুরে ঘুরে যুবকের বাইক স্ট্যান্ট করা নিয়ে প্রত্যক্ষদর্শীদের কৌতূহলের শেষ ছিলনা। অনেকে বলছেন এই যুবক অত্যন্ত দক্ষতার সঙ্গে বাইক চালিয়ে প্রদর্শন করেছেন নিজেকে একাধিক মনোমুগ্ধকরভাবে তুলে ধরছে। পরে বাইকারের রেকর্ডকৃত স্ট্যান্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখা গেছে।

বাইক স্ট্যান্ট করা ওই যুবকের নাম ইলিয়াস সিকদার। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলায়। বাইক স্ট্যান্টের বিষয়ে তার কাছে জানতে চাইলে সে জানায়, বন্ধুদের সঙ্গে চট্টগ্রামে ঘুরতে এসে কর্ণফুলী টানেল সড়কে বাইক স্ট্যান্ট করার একটাই কারন আমি আমার জন্মভূমি বাংলাদেশকে ব্যতিক্রমধর্মী বাইক স্ট্যান্টের মাধ্যমে পুরো বিশ্বে নতুন পরিচিতি এনে দিতে চাই। গত ৩ বছরের বেশি সময় ধরে আমি তা করে যাচ্ছি। আমার একটাই লক্ষ্য আমি এ বিষয়ে রেকর্ড করতে চাই। তবে তিনি শখের বসে এই ঝুঁকিপূর্ণ কাজ না করার জন্য যুব সমাজকে অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধ১০ দিনে প্রায় অর্ধ কোটি টাকা চারা বিক্রি
পরবর্তী নিবন্ধজুলাই সনদে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ দল