কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প পরিচালকের চুক্তির মেয়াদ বাড়লো

| বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৮:১২ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর তলদেশে বহু লেন টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক হারুনুর রশীদ চৌধুরীর চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগের চুক্তির ধারাবাহিকতা ও একই শর্তে ৫ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়িয়ে গতকাল মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।
আলাদা আদেশে মৃত্তিকা গবেষণা এবং গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন মো. আবদুল বারী। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা এই কর্মকর্তার পিআরএল এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাঠে থাকবেন আ. লীগের পাঁচ শতাধিক আইনজীবী
পরবর্তী নিবন্ধবেতন মওকুফসহ ৮ দফা দাবিতে ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর কার্যক্রম শুরু