‘কর্ণফুলী টানেল’

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

সুরে সুরে বঙ্গবন্ধু টানেলকে তুলে ধরলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক মোজাহেদ হাসান। তিনি বঙ্গবন্ধু টানেলকে নিয়ে ‘কর্ণফুলী টানেল’ শিরোনামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা গান লিখেন। সেই গানে নিজেই সুর করে, গেয়ে সড়লড় সবষড়ফু নামে ইউটিউব চ্যানেলে দেন। মোজাহেদ হাসান এর আগে ‘এগিয়ে যাও বাংলাদেশ’ শিরোনামে পদ্মা সেতু নিয়ে নিজের লেখা ও সুরে মুশফিক লিটুর সংগীতে সড়লড় সবষড়ফু ইউটিউব চ্যানেলে একটা গান পরিবেশন করেন। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুরালিয়া এলাকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে পড়ালেখার পাশাপাশি গানের প্রতি মনোযোগ ছিল। পিতা মৃত শফিউল আলম কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন। তিনি কুতুবদিয়া আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কুতুবদিয়া কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম কলেজ থেকে সমাজবিজ্ঞান থেকে অনার্স ও মাস্টার্স এবং চট্টগ্রাম আইন কলেজ এলএলবি ডিগ্রি অর্জন করেন।

পূর্ববর্তী নিবন্ধশীর্ষে পরীমণি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলের প্রথম থিম সং চট্টগ্রামের