কর্ণফুলী শিপ বিল্ডার্স’র সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলী কোল্ড স্টোরেজ কর্তৃক কর্ণফুলী নদী ও তৎসংলগ্ন খাল ভরাট হচ্ছে এমন অভিযোগ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় গতকাল ওই এলাকা পরিদর্শন করেছেন আগ্রাবাদ ভূমি অফিসের তহসিল কর্মকর্তা।
এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সাথে নদী বা খালে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে কথাও হয়েছে। আজ বুধবার ভূমি অফিসের (আগ্রাবাদ সার্কেল) এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযান পরিচালনা করবেন। এ বিষয়ে তিনি আজাদীকে বলেন, নদী বা খালে প্রতিবন্ধকতা হচ্ছে এমন বিষয়ে আমরা অনুসন্ধান শুরু করেছি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আমার অফিসের তহসিল অফিসার সেখানে গিয়েছেন এবং সংশ্লিষ্টদের সাথে কথাও বলেছেন। বুধবার আমরা অভিযানে যাব এবং অভিযোগ বিষয়ে যাছাই বাচাই করব। যদি ব্যবস্থা নেওয়ার মতো কিছু থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।