কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষা ক্যাম্প

| শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ রোভার স্কাউট গ্রুপের দুইদিনব্যাপী বার্ষিক দীক্ষা ক্যাম্প গত ১৩ জানুয়ারি কলেজ মাঠে সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি শাহীনা সুলতানা। কলেজ অধ্যক্ষ মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন জেলা রোভারের ডিআরএসএল স্কাউটার মোহাম্মদ এনাম। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। অধ্যাপক শফিকুর রশিদ ও অধ্যাপক শামীম আকতার চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রোভার গ্রুপ সম্পাদক অধ্যাপক নাজনীন সুলতানা, বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য মো. ফোরকান উদ্দীন, মো. জাফর ইকবাল, মো. ইলিয়াস মুন্সি, হারুন উর রশিদ, রাঙ্গুনিয়া কলেজ রোভার স্কাউট লিডার অধ্যাপক তাহমিনা ইয়াছমিন নুর, হাবিবুর রহমান, মো. সাইফুল ইসলাম, পারভেজ সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাজমা খাতুন
পরবর্তী নিবন্ধবাকলিয়া থানা যুবদলের বিক্ষোভ মিছিল