কর্ণফুলী আবাসিকে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ৬

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন কর্ণফুলী আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে চারজন নারী ও দুজন পুরুষকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সোর্সের খবরে শুক্রবার (২৩ জুন) রাতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও দুজন পুরুষ। তারা হলেন, মো. রুবেল, জয় ঘোষ, নাসরিন বেগম মণি, জেসমিন আক্তার, নাইমা জান্নাত ও সাবিনা আক্তার।

গতকাল শনিবার দুপুরে আটকের তথ্যটি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন। তিনি জানান, গোপন সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে চারজন নারী ও দুজন পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় নন এফআইআর প্রসিকিউশন রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের অবক্ষয় রোধে নৈতিকতা ধর্মী নির্মল সংস্কৃতি জাগরণ ঘটাতে হবে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড মেঘমল্লার খেলাঘর আসরের দেশীয় ফলদ উৎসব