কর্ণফুলীর শিকলবাহা খালে নির্মাণ করা হচ্ছে এক স্প্যানের ‘স্টিল আর্চ ব্রিজ’

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ৩:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম টু কক্সবাজার আরাকান মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খালের ভেল্লাপাড়া ব্রিজের পাশে নতুন আরেকটি স্টিল আর্চ ব্রিজ নির্মাণের অনুমোদন দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

গত বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে এ ব্রিজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে এনডিই (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স), হাসান টেকনো ও মাসুদ হাইটেক যৌথভাবে এ ব্রিজ নির্মাণের কাজ পান।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেতুর পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। যা আগামী বছরের জুনের দিকে শেষ হবে বলে জানা গেছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ সূত্রে।

সওজ সুত্রে জানা যায়, এই সেতুর দৈর্ঘ্য ১২১ মিটার এবং প্রস্থ হবে ১৫ দশমিক ৫০ মিটার। সেতুর দুই পাশের পিলারে ২০টি করে পাইল থাকবে। যার প্রতিটির দৈর্ঘ্য হবে ৪০ মিটার এবং ডায়ামিটার ১ দশমিক ২০ মিটার। ব্রিজটি ২০২৩-২০২৪ অর্থবছরে সরকারি অর্থায়নে নির্মিত হচ্ছে। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।

পুরো ব্রিজের ১২১ মিটারে মাত্র একটি স্প্যান থাকবে। স্প্যান হচ্ছে ইস্পাতের মূল কাঠামো, যেগুলো এক পিলারের সঙ্গে আরেক পিলারের সংযোগ তৈরি করে। এরপর এসব স্প্যানের উপর গাড়ি ও রেল চলাচলের জন্য স্ল্যাব বসিয়ে উপযোগী করা হয়।

যার কারণে নদীর বা খালের মধ্যে কোনো পিলার থাকছে না। এতে পলি জমে নাব্যতা সৃষ্টির কোনো সুযোগ থাকবে না। দুটি ব্রিজ এক সাথে সচল থাকলে মহাসড়কের যানজট কমবে বলে সওজের ধারণা।

চট্টগ্রাম দক্ষিণ দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, ‘শিকলবাহা খালের ওপর ‘স্টিল আর্চ ব্রিজ’ নির্মিত হলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইলফলক স্থাপন হবে। এখন পুরনো যে কংক্রিটের তৈরি ভেল্লাপাড়া ব্রিজটি রয়েছে ওটাও থাকবে। ওটার দক্ষিণে নতুন স্টিল আর্চ ব্রিজটি নির্মাণ করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ভারতীয় মদের বোতল ও পিকআপ ভ্যান জব্দ, গ্রেফতার ‌১
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আরেক জেলের মৃ’ত্যু, একে একে মারা গেল ৩ জন