কর্ণফুলীর ঢেউ গৌতম কানুনগো | বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১১:২৫ পূর্বাহ্ণ পাহাড় সমান বড় বড় কর্ণফুলীর ঢেউ ঢেউ পেরিয়ে ওপার যাবো ভয় পেয়ো না কেউ। আছে আমার কলের নৌকা সাহস দেবার মতো ঢেউ দেখে কেউ ভয় পেয়ো না বন্ধু আমার যতো। কর্ণফুলী প্রিয় আমার তারই পাড়ে থাকি, ঢেউ ফুলালে কর্ণফুলী ইচ্ছে করে ডাকি।