কর্ণফুলীতে ২২ বস্তা চিনি উদ্ধার, নৌকা জব্দ

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৫ মে, ২০২৪ at ২:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা মূল্যের ২২ বস্তা চোরাই চিনি জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

শনিবার (৪ মে) রাত ১১ টার দিকে কর্ণফুলী নদীর শিকলবাহা তাতিয়া পুকুর পাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতেই চিনির বস্তা গুলো জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরামুল্লাহ।

নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাতিয়া পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে আমদানিকৃত চোরাই ২২ বস্তা চিনি ও নৌকা জব্দ করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই পন্য কারবারি মো. সাইফুল ও রাজ্জাক প্রকাশ পিন্টুসহ অজ্ঞাত আরও ২ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরামুল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ মহিলা আহত
পরবর্তী নিবন্ধসম্পদ অর্জনে এগিয়ে মুজিব, বাড়িঘর নেই আবছারের!