কর্ণফুলীতে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট যুবক, বার্ন ইউনিটে ভর্তি

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ১১:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ডিস লাইনে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহাফুজ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের সিডিএর টেক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহত যুবকের নাম মোহাম্মদ মাহাফুজ। সে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) শাইর মোহাম্মদ বেপারী বাড়ির মৃত লেয়াকত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেল ৫ টার দিকে উপজেলার শিকলবাহার সিডিএর টেক এলাকার ডিস লাইনের তারে কাজ করছিলেন মাহাফুজ। তখন স্ট্যাণ্ড সিঁড়িতে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে অসাবধানতা বশতঃ ক্যাবল তার ছুঁড়তে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে কিছু বুঝার উঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়।

এতে ১১ হাজার ভোল্টেজের তারে শর্ট লেগে তার শরীরের ডান হাত পুড়ে যায়। বাম হাত ও বুকেও কিছুটা আঘাত লাগে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওদিকে, ডিস লাইনের প্রোপ্রাইটর নেছার আহাম্মদ বলেন, ‘মাহাফুজ ডিস লাইনে কাজ করার সময় আহত হয়নি। সে ইজিনেট ইন্টারনেট নেটওয়ার্কের কাজ করতে গিয়ে আহত হন।’ স্বভাবতই মাহাফুজ স্টার ক্যাবেল ডিসে লাইনম্যান হিসেবে কাজ করতেন বলে লোকজন জানান।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, ‘কর্ণফুলী থেকে আসা বিদ্যুৎস্পৃষ্ট আহত রোগীকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন ঢাকায় নিয়ে গেছে।’

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধটাইগারপাসে ট্রাফিক পুলিশের অভিযান, ৩০ অবৈধ অটোরিকশা জব্দ