কর্ণফুলীতে হাক্কানি কারখানাকে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকের ‘হাক্কানী কর্পোরেশন লিমিটেড’ নামক একটি পশুখাদ্য কারখানাতে কিছুতেই থামানো যাচ্ছে না।

বার বার ম্যাজিস্ট্রেটের অভিযান হয়। জরিমানাও হয়। কিন্তু প্রতিষ্ঠানটি কিছুতেই শোধরাচ্ছে না। এটি স্থানীয়দের অভিযোগ।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে এই প্রতিষ্ঠানকে আবারও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিস রয়া ত্রিপুরা।

এর আগেও গত দুই দফায় ১ লাখ ও ২ লাখ করে একই প্রতিষ্ঠানকে তিন লাখ লাখ টাকা জরিমানা গুনতে হয়। শুধু তাই নয় চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদফতর ও মৎস্য বিভাগও লাইসেন্স না করার অপরাধে অসংখ্য বার কারখানাটিতে অভিযান চালিয়ে জরিমানা করেন।

সিলগালাও করেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ।

উপজেলার চরপাথরঘাটা এলাকার মইজ্জ্যারটেক মোড়স্থ হাক্কানী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট মিস রয়া ত্রিপুরা বলেন, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মুরগি ও মাছের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করে আসছিলেন প্রতিষ্ঠানটি। অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে তৈরি করা হচ্ছে এসব খাদ্য। যা মাছ ও প্রাণিকে খাওয়ানো হলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।

এ প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা আরও বলেন, ‘নোংরা পরিবেশ মাছ ও মুরগির খাদ্য তৈরি করার অপরাধে হাক্কানি করপোরেশন লিমিটেডে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সংর্ঘষে নিহত ছাত্র আকরামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নিহত বেড়ে ৩, আহত অর্ধশত