কর্ণফুলীতে স্কুলছাত্র অপহরণ, ৩ ঘণ্টা পর মামা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৬:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েম (১২) অপহরণের তিন ঘণ্টার মধ্যেই উদ্ধার হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার তামাককুন্ডি এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার অপহরণকারী আল হাসান খান (২৪) পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা ও ভিকটিম সায়েমের মামা।

পুলিশ জানায়, সকালে আল হাসান স্কুলে গিয়ে সায়েমের ক্লাস শিক্ষককে বলে তার দাদা মারা গেছেন। পরে ‘নতুন ব্যাগ কিনে দেওয়ার’ কথা বলে ছেলেটিকে সঙ্গে নিয়ে যায় এবং পরে তার পরিবারকে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা পাঠানোর পর পুলিশের সহযোগিতায় সায়েমকে উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে গাড়ি দাঁড়াতে নিষেধ করায় পুলিশের মাথা ফাটালো বিক্রয় প্রতিনিধি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু