কর্ণফুলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম গ্রেফতার

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:০১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ৩১ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ সেলিম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৩১ লাখ টাকা চেক জালিয়াতিসহ একাধিক প্রতারণার মামলায় রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

গ্রেফতারকৃত সেলিম উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আবদুল হাফেজের ছেলে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার বিকেলে তাকে নগরীর কতোয়ালী থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহমীরপুর পুলিশ ফাঁড়ির একটি দল তাকে গ্রেফতার করে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, গ্রেফতারকৃত সেলিম সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক প্রতারণা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কতোয়ালী এলাকা থেকে বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅভিযানের পরও বন্ধ হচ্ছে না অবৈধভাবে পাহাড় কাটা
পরবর্তী নিবন্ধ৭শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ জেলা প্রশাসনের