কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৫:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহায় দেশিয় অস্ত্র ও বিপুল পরিমাণ মদসহ পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দক্ষিণ শিকলবাহা (৫ নম্বর ওয়ার্ড) রাজার বাপের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- ওই এলাকার মাসুদ খান প্রকাশ পিচ্চি মাসুদ (২৪) এবং তার পিতা নুরুল হোসেন (৬৯)। এ সময় তাদের কাছ থেকে ১৮ ব্যারেল দেশিয় ছোলাই মদ, শর্টগানের গুলি, বিপুল পরিমাণ দেশিয় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এসব জব্দকৃত অস্ত্র ও মদসহ অন্যান্য মালামাল অবৈধ কাজে ব্যবহারের জন্য ও মদ বিক্রির জন্য রেখেছিল বলে গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানাসহ জেলার বিভিন্ন থানায় বেশকয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, দক্ষিণ শিকলবাহায় যৌথ বাহিনীর অভিযানে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল মদ ও অস্ত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সাড়ে ৩ কোটি টাকার সরকারি সম্পদ পুনরুদ্ধার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল পল্লী বিদ্যুৎ কর্মকর্তার