কর্ণফুলীতে মা আর বাকলিয়ায় ছেলে গ্রেপ্তার

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ১:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মা এবং ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন বড় কবরস্থান এবং কর্ণফুলী থানাধীন কালারপোল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তার দম্পতি হলেন-বাকলিয়া চাক্তাই ঝর্ণা মার্কেট এলাকার মৃত মো. ইলিয়াসের ছেলে মো. আইয়ুব (৩৫) এবং তার মা জোহরা খাতুন (৫৮)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মা এবং ছেলেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে চাচাতো ভাইয়ের বটির কোপে প্রাণ গেল বোনের