কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট থানা নৌ পুলিশ। উদ্ধারকৃত মরদেহের আনুমানিক বয়স (৩৫) বছর। গতকাল রোববার দুপুর ১২টার দিকে কর্ণফুলী নদীর বন্দর থানাধীন নেভাল বার্থ–০৬ এর পিছনে উত্তর পূর্ব পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মরদেহের পরনে নীল রংয়ের ফুল জিন্স প্যান্ট। গায়ে ম্যাগি হাতা কালো হুডি। সাদা হাফ হাতা গেঞ্জি। মরদেহটি লম্বা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি। মরদেহের মাথার চুল কালো। মুখমন্ডল গোলাকার। উদ্ধারকৃত মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মরদেহটি ৪/৫ দিন পূর্বের।
পুলিশ জানিয়েছে, গতকাল সকালে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ ভেসে যেতে দেখলে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেন।
সদরঘাট নৌ পুলিশের ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিভিন্ন থানা ও পুলিশের হেড কোয়ার্টারে শনাক্তের বিষয়ে ম্যাসেজ দেয়া হয়েছে। পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।