কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ আলী আকবর (৩৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) ভোর ৪টার উপজেলার বড়উঠান (৭ নম্বর ওয়ার্ড) দক্ষিণ শাহমীরপুর গ্রামের সুন্দরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর ঐ এলাকার বাসিন্দা। তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।

নিহত আকবরের মা জোহরা খাতুন বলেন, হাতি আসার খবর পেয়ে প্রতিবেশীদের চিৎকার শুনে ঘর থেকে বের হয় আকবর। তার পেছন পেছন আমি ও তার স্ত্রী মিনু আকতার বের হই। ঘরের উঠানেই হাতির সামনে পড়ে যায় আকবর। সঙ্গে সঙ্গে দৌড় দিতে চেষ্টা করে সে। হাতিটি তাকে পায়ে পিষ্ট করে পরে শুঁড়ে তুলে আছাড় মারলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে দেয়াঙ পাহাড় থেকে একটি হাতি এলাকায় নেমে আসে। ঐ সময় এলাকার দুই বাসিন্দার ঘরে হামলা চালায় হাতিটি। এরপর একটি খামারের ৫০-৬০টি কলাগাছ উপড়ে ফেলে। ভোর ৪টার দিকে একটি মুদিদোকান ভেঙে দুই বস্তা চাল ছিটিয়ে দেয়। এরপর দোকানের পেছনে আকবরের বাড়ির উঠোনে গেলে সেখানে আকবরকে হত্যা করে।

পূর্ববর্তী নিবন্ধপাগলা গারদে একদিন ও এক গাইডের গল্প
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত