কর্ণফুলীতে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরে ডুবে ফারজানা ইসলাম মীম (১১) ও রুমাইন ইসলাম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের (০৩ নম্বর ওয়ার্ড) পশ্চিম সৈন্যের বাড়ি মালেক সওদাগর বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত অভিভাবক (পিতা) মোহাম্মদ ইসমাইল হোসেন।

স্থানীয় লোকজন জানান, বিকেলে বড় বোন ফারজানা ইসলাম মীম ও ছোট বোন রুমাইন ইসলামসহ আরেক শিশু মিলে বাড়ির পাশে খেলা করছিলেন। পরে পাশের পুকুরে নেমে গোসল করতে গিয়ে অসাবধানবশত পুকুরে দুই বোনেই ডুবে যায়।

বিষয়টি দেখে অন্য শিশু চিৎকার করলে, তাঁর চিৎকারের শব্দ শোনে আশে পাশের লোকজন দ্রুত পুকুরে নেমে দুই বোনকে উদ্ধার করে প্রথমে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা দেখে তাঁদের দুই বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা দুই বোনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ফারজানা ইসলাম মীমকে মৃত ঘোষণা করেন।
আর ছোট বোন রুমাইন ইসলামকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। চমেক হাসপাতালে অভিভাবকের সাথে থাকা মো. মানিক এ তথ্য নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামামদ মনির হোসেন বলেন, ‘পানিতে পড়ে দুই শিশু মারা গেছে বলে শুনেছি। বাকিটা খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পূর্ববর্তী নিবন্ধচমেকে বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন
পরবর্তী নিবন্ধজাতীয় সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়নে জাতীকে ঐক্যবদ্ধ হতে হবে : রাহী