কর্ণফুলীতে নিখোঁজের দুদিন পর ভেসে উঠল যুবকের লাশ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া মো. শফি (৩৩) নামে যুবকের লাশ দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে বাংলাবাজার ঘাট এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মো. শফি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার কোরবান আলীর ছেলে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, গত বুধবার দুপুরে কর্ণফুলী নদীতে এফভি মায়া৩ নামে একটি ফিশিং ট্রলার থেকে নৌকায় মাছ নামাচ্ছিলেন শফি। এসময় অসতর্কতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সন্ধান মেলেনি।

৪৮ ঘণ্টা পর বুধবার সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়।

পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরো বলেন, শফির পরিবার আমাদের জানিয়েছে তার মৃগী রোগ ছিল। আমরা ধারণা করছি নদীতে পড়ে যাওয়ার আগে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন। তার শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধরাফায় হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিতে আইসিজের প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র নির্বাচনের আগে পরে একই কথাই বলেছে : মঈন খান