কর্ণফুলীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:১০ অপরাহ্ণ

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগান নিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার আবদুল জলিল চৌধুরী কলেজে দিবসটি উপলক্ষে র‍্যালি, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এসব অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত।

সাংবাদিক ওসমান হোসাইনের সঞ্চলনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, উপজেলা দুপ্রক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, মোবারক হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা সেবায় বিশেষ অবদান : শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন ডাঃ তাহমিনা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ সেবা সপ্তাহের উদ্বোধন