কর্ণফুলীতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ৩:০৫ অপরাহ্ণ

কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে ‘ওটি ওশান’ নামের তেলের ট্যাংকার বিস্ফোরণের পর নিখোঁজ শ্রমিক নজরুল ইসলাম সাদ্দামের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ব্রিজঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদরঘাট নৌ-থানার এএসআই কুমারেশ।

তিনি বলেন, চরলক্ষ্যা ইউনিয়নের মাইজ্যা ফকির বাড়ির আবুল হাশেমের ছেলে নজরুল ইসলাম সাদ্দামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ের চরপাথরঘাটার ২ নম্বর ওয়ার্ডের লেবুরঘাট এলাকায় ভাসমান তেলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্যাংকারের ইঞ্জিন রুমে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শ্রমিকেরা। এসময় মো. জিসান (২১) নামে এক শ্রমিক নিহত হন। তিনি পটিয়ার তেকোটা এলাকার জসিম উদ্দীনের ছেলে।-বাংলানিউজ

এ ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আগুন থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন শ্রমিকেরা। তখন থেকেই নিখোঁজ ছিলেন শ্রমিক নজরুল ইসলাম সাদ্দাম।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ইউপি কার্যালয়ে অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধহল বন্ধ কিন্তু সিট দখল নিয়ে ছাত্রলীগের মারামারি