তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব–১৭) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক সিডিএ আবাসিক মাঠে এ সমাপনী অনুষ্ঠিত হয়। কর্ণফুলী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার (এ্যাড হক কমিটি) উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে বালিকা দল রজনীগন্ধা এবং পলাশ দল অংশগ্রহণ করে। বালিকা দল রজনীগন্ধা টাইব্রেকারে ৪–২ গোলে পলাশ দলকে পরাজিত করে। বালক দলের ফাইনাল খেলায় শিকলবাহা ইউনিয়ন এবং বড়উঠান ইউনিয়ন অংশগ্রহণ করে। খেলায় শিকলবাহা ইউনিয়ন ২–০ গোলে বড়উঠান ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাড হক কমিটির সভাপতি মাসুমা জান্নাত। তিনি খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্ণফুলী উপজেলা আমির মাস্টার মনির আফসার চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাবের আহাম্মদ এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ছৈয়দুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য মুহাম্মদ লোকমান, নুরুল আমিন মিন্টু, বাহার উদ্দিন খান, জাবেদুল ইসলাম ও মো. শাহিদুল ইসলাম সাহেদ।