কর্ণফুলীতে ডিবির সোর্স পরিচয়ে টেইলার্সে হামলা ও ভাঙচুর

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘এশিয়া বোরকা হাউস’ নামক একটি টেইলার্সে হামলা চালিয়ে মালিককে মারধর করে রক্তাক্ত করার অভিযোগে উঠেছে একই প্রতিষ্ঠানের সাবেক মহিলা দর্জি ফারজানা ও ডিবি সোর্স পরিচয়ধারী সাইফুল নামে ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১৫ মে) রাত ৮ টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আয়ুব বিবি রোডের নুরুন্নবী চেয়ারম্যানের মার্কেটে এ ঘটনা ঘটে।

এতে টেইলার্স মালিক মোহাম্মদ তৈয়ব (৩৩) এর হাত-পা কেঁটে রক্তাক্ত হয়ে আহত হন। তৈয়ব চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর (৫ নং ওয়ার্ড) এলাকার ছাবের আহমদের ছেলে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে থানা পুলিশের দ্বারস্ত হলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘুরে দেখেন। পরে জিডি নেন। যার জিডি নং-৭৭৬। জিডিতে অভিযুক্তরা হলেন-চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার সুমনের স্ত্রী আনু বেগম (৫০), তার মেয়ে রিনা আক্তার (৩০) ও ফারজানা (১৮) সহ কথিত ডিবি সোর্স সাইফুল।

জিডি সূত্রে জানা যায়, এশিয়া বোরকা হাউসের মালিক মোহাম্মদ তৈয়বের দোকানে দর্জি শ্রমিক হিসেবে এক বছর কাজ করেছেন। গত ১৫ রমজানের পরে আর দোকানে আসেনি। কাজও করেনি৷ কোন ধরনের যোগাযোগ না করায় দোকান মালিক অন্য দর্জি মেয়েকে কর্মচারী হিসেবে নিয়োগ দেন।

এরমধ্যে ফারজানা গত ১৩ মে সকালে দোকানে এসে বলে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তখন দোকান মালিক তৈয়ব তাকে জানান, দোকানে তো এখন কর্মচারীর প্রয়োজন নেই। অন্য একজন কে নেওয়া হয়েছে। পর দিন ১৪ মে রাত ৮ টার সময় আবারো দর্জি শ্রমিক ফারজানা ও তাঁর মা-সহ ডিবি সোর্স পরিচয়দানকারী সাইফুল দোকানে হাজির হন।

হঠাৎ তারা জানতে চান কেন ফারজানাকে দোকানে নেওয়া হবে না। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তৈয়ব কে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেন। এতে তৈয়বের হাত পা কেটে দোকানের ফ্লোর রক্তাক্ত হয়ে যায়। দোকানের সামনের বড় কাঁচ ভেঙে যায়। এলোপাতাড়ি তাণ্ডবে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়। যাবার সময় কিভাবে ব্যবসা করে দেখে নিবে বলে হুমকি দিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে এশিয়া বোরকা হাউসের মালিক মোহাম্মদ তৈয়ব বলেন, ‘হঠাৎ ডিবি সোর্স পরিচয়ে সাইফুলসহ ফারজানার মা ও ফারজানা আমার টেইলার্সে এসে ভাঙচুর করেন। আমাকেও মারধর করেন। সাথে সাথে আমি থানায় জানিয়েছি। এলাকার লোকজন সব দেখেছেন। পুলিশ এসে সব কিছু দেখে গেছেন। আমি এর বিচার চাই।’

কর্ণফুলী থানার এসআই মো. বিল্লাল হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মার্কেট মালিক হিসেবে চেয়ারম্যান পুত্র এম গোলাম ঊন নবী রিশাদ বলেন, ‘ডিবি সোর্স পরিচয়ে সাইফুল নামে লোকটি আমার ভাড়া দেওয়া দোকানে সন্ত্রাসী হামলা করেছে। ভাড়াটিয়ার উপর মহিলা সন্ত্রাসী দ্বারা হামলার ঘটনায় আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ অবশ্যই ন্যায় বিচার পেতে সহযোগিতা করবে।’

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন জানান, ‘এশিয়া বোরকা হাউসের মালিক মোহাম্মদ তৈয়ব তাঁকে হুমকির অভিযোগে একটি জিডি করেছেন। যা তদন্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু’ন
পরবর্তী নিবন্ধউখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার