চট্টগ্রামের কর্ণফুলীতে মালবাহী ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার চরপাথরঘাটা (৮ নম্বর ওয়ার্ড) ডায়মন্ড রোডের সেনানিবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন – নওগাঁ জেলার নন্দনালী এলাকার কামাল মন্ডলের ছেলে চঞ্চল মন্ডল (১৯)। সে ইছানগর এলাকায় থাকত। অপরজন হলেন রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকার আবদুল জলিলের ছেলে (১৮) সেও ইছানগর এলাকায় বসবাস করতো।
আহত ব্যক্তি হলেন -বাঁশখালী উপজেলার কামরুল ইসলামের ছেলে মো. মোরশেদুল আলম (২৫)। তাঁরা তিনজনই ওই এলাকায় অবস্থিত মাসুদ এগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্টস্ লিমিটেডের কর্মচারী বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবু তাহের বলেন, আজ দুপুরে তারা তিনজন সাইকেল চালিয়ে মাসুদ এগ্রোতে ডিউটিতে যাচ্ছিল। তখন তাঁরা ঘটনাস্থলে পৌঁছালে একই কোম্পানির (মাসুদ এগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্টস্ লিমিটেড) এর একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।