চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রান্না করার চুলার আগুনে নয়টি পরিবারের টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরলক্ষ্যা (৫ নম্বর ওয়ার্ড) হাশেম মেম্বারের দোকান এলাকার জামাল বাপের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার মো. জসিম উদ্দিন।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন-ওই এলাকার আমির হোসেন, আলী হোসেন, সেকান্দর, ছগীর আহমেদ, বান্টু, শেখ আহমেদ, মনছুর আলী, আবদুর রহমান এবং মো. আলী।
এলাকাবাসী জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার আমির হোসেনের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে। এতে মূহুর্তেই নয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরের ধান-চাল, আসবাবপত্র, স্বর্ণালংকার, ইলেকট্রনিকস পণ্যসামগ্রীসহ সব মালপত্র এবং আমির হোসেনের দুইটি গবাদিপশু (গরু) পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
অগ্নিকাণ্ডের বিষয়ে চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার মো. জসিম উদ্দিন বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৯টি পরিবার সম্পূর্ণ পুড়ে ঘেছে।












