চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিকলবাহা বখতিয়ার পাড়া সেভেন রিংস্ সিমেন্ট ফ্যাক্টরির সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে এলাকাবাসীসহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দীন মনির, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম শফিউল করিম শফি, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক শাখাওয়াত হোসেন, সেলিম ইমরান, শওকত হোসেন, আক্তার হোসেন, নুরুল আবছার, মো. রুবেল, মো. জহির, মো. হারুনসহ ইউনিয়ন বিএনপি ও যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দুষ্কৃতকারীরা নিরাপদ লোকজনের উপর হামলা করে রক্তাক্ত করেছেন। আপনারা দেখছেন মানববন্ধনে মা-বোনেরা আজ উপস্থিত হয়েছেন। আমরা কঠোর হাতে তাদের দমন করবো। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়। আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হব। আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে চালিয়ে যাব।’
শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মোবারক হোসেন বলেন, সেভেন রিংস্ সিমেন্ট ফ্যাক্টরীর সামনে একটি মানববন্ধন করেছে এলাকার লোকজন। পুলিশ উপস্থিত ছিলো যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটে।’