কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসলে নেমে ২ তরুণ নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। শাওন চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের পুত্র এবং চট্টগ্রাম রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র। অন্যদিকে নিখোঁজ প্রিয়ন্ত দাশ শাওন দত্তের মাসতুতো ভাই বলে জানা গেছে। নিখোঁজ দুই তরুণের বন্ধু সালমান আহমেদ জানান, তারা চট্টগ্রাম থেকে ৯ জন এক সঙ্গে চন্দ্রঘোনা মিশনঘাট পৌঁছে একটি বোট ভাড়া নিয়ে কাপ্তাই ভ্রমণে বের হন। এরপর তারা কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামে। এরপর ২ জন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল নদীর ঐ স্থানটি খুব গভীর ছিল এবং নিচে প্রচন্ড স্রোত বয়ে যাচ্ছিল। শাওন ও প্রান্ত স্রোতের টানে নদীর গভীরে তলিয়ে যেতে থাকে। এ সময় অপর বন্ধুরা চেষ্টা করেও তাদের উদ্ধার করতে না পেরে তীরে উঠে চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে কাপ্তাই দমকল বাহিনী এবং নৌবাহিনীর ডুবুরী দল ঘটনাস্থলে এসে ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাপক তল্লাশি করে। টানা ৪ ঘণ্টা তল্লাশি করেও নিখোঁজ কিশোরদের উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যা ৬টার পর উদ্ধার অভিযান সমাপ্ত করে বুধবার (আজ) সকাল ৮টা থেকে পুনরায় নদীতে তল্লাশি চালানো হবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, নিখোঁজ কিশোরদের উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। বর্তমানে নদীর তীরে চন্দ্রঘোনা থানা পুলিশ এবং বন বিভাগের নিরাপত্তা প্রহরীরা অবস্থান করছেন বলে ওসি শাহজাহান কামাল জানান।