কর্ণফুলীতে গার্মেন্টস কারখানায় আগুন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২০ at ১০:১২ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে পোশাক ও পুতুল নির্মাণকারী প্রতিষ্ঠান গোল্ডেন সন ও জিএসএল এক্সপোর্ট লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার চরপাথরঘাটাস্থ সৈন্যের টেকের এ দু’টি কোম্পানির ফ্যাক্টরিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে গোল্ডেন সনের ফ্যাক্টরির পঞ্চম তলায় আগুন লাগলেও আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে ফ্যাক্টরির ৭ম তলা পর্যন্ত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর রাজাখালী, নন্দনকানন, আগ্রাবাদ ও পটিয়া ফায়ার সার্ভিসের ৯টি গাড়িসহ দমকল কর্মী ও ফ্যাক্টরির শতাধিত শ্রমিক ৪ ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিভাতে ব্যর্থ হয়। অগ্নিকাণ্ডের ঘটনাটি সাজানো বা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন স্থানীয়রা। স্থানীয় অনেকেই আগুন লাগার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন। এ বিষয়ে জিএসএল এক্সপোর্ট লিমিটেডের ম্যানেজার ওমর হায়দার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ ফ্যাক্টরির ৫ম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা ফ্যাক্টরির ৭ম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এখানে ফ্যাক্টরির পলি সেকশন ও ফেব্রিক্সসহ গোডাউন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের আধুনিক প্রযুক্তি বা ইক্যুপমেন্ট না থাকায় আগুন নিভাতে বেগ পেতে হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় বলেও তিনি জানান।
জানা যায়, অগ্নিকাণ্ডের সময় ৬/৭ জন শ্রমিক আটকা পড়লেও পরে নিরাপদে বের হয়ে আসেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ জানায়, আগুনে গুদামটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ।
পুলিশ ও কারখানার শ্রমিক-কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পলি কারখানার ৫ম তলা ভবনের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরোটা ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী জানান, কারখানায় ইমারজেন্সি সিঁডি না থাকায় তাদের কাজ করতে বেগ হয়।
এ বিষয়ে রাত ১০টায় কর্ণফুলী থানার ওসি ইসমাইল হোসাইনের কাছে জানতে চাইলে তিনি জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। আগুন এখনো জ্বলছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় তিন খাদ্য তৈরির কারখানাকে ৩২ লাখ টাকা জরিমানা