কর্ণফুলীতে গাউসিয়া কমিটির ইফতার মাহফিল

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে গাউসিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চরপাথরঘাটা এইচ টি কনভেনশন হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্ণফুলী থানা গাউসিয়া কমিটির আহবায়ক মুহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মুহাম্মাদ নজরুল ইসলাম ও মোঃ আরমাত হেমেন’র যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আন্জুমান এ-রহমানিয় আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট ফাইন্যান্স সেক্রেটারী ও কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সদস্য মোঃ কময় উদ্দীন সবুর।

এতে প্রধান বক্তা ছিলেন,কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আলহাজ্ব মোঃ মাহবুবুল হক খান কাদেরী। ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি সুন্নীয়া ট্রাষ্টের কেবিনেট সদস্য মোঃ হোসেন খোকন,কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ইলিয়াছ।

এতে বক্তব্য রাখেন কর্ণফুলী থানা গাউসিয়া কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াস মুন্সী, মোহাম্মদ মজুরুল আলম, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ ইউনুস, মুহাম্মদ লোকমান, ইয়াছিন আরাফাত, নুরুল আক্কাস জীবনসহ ইউনিয়ন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকিস্তির ভার সইতে না পেরে কর্ণফুলীতে রিকশাচালকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধলামায় বেইলি ব্রিজ ভেঙে পাহাড়ি ঝিরিতে যান চলাচল বন্ধ