কর্ণফুলীতে এমপিওভুক্ত ২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতি

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং ফয়জুল বারী ফাযিল ডিগ্রি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া,চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

গতকাল সোমবার সকাল থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ঢাকার সমাবেশে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের বিচারসহ বিভিন্ন দাবিতে শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ রেখেছেন। শিক্ষকদের অভিযোগ, রোববার ঢাকায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে জলকামান ও লাঠিচার্জ করেছে। এমনকি কয়েকজন শিক্ষককে আটক করেছে। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষকরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আয়মন আক্তার বলেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’ফয়জুল বারী ফাযিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল ডা.খলিলুর রহমান বলেন,২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা আমাদের ন্যায্য দাবি। দাবি আদায় না হলে আমরা শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ রাখব।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বন বিভাগের অভিযানে বন্দুক উদ্ধার
পরবর্তী নিবন্ধবাকলিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ