নগরীর কর্ণফুলী থানা এলাকায় ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬,২০০ ইয়াবা জব্দ করা হয়। গত শুক্রবার রাত ৯টায় মইজ্জারটেক এলাকার সিমেন্ট কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হল মো. দিদারুল আলম (২৭), মো. সোহেল (২৪), মো. আবু হানিফ (২৭) আবু জাফর ও মো. মহিউদ্দিন (৩৯)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা বলেন, মইজ্জারটেক এলাকায় অনেকদিন ধরে একটি চক্র মাদক সেবন ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকার একটি সিমেন্ট কারখানার সামনে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।