কর্ণফুলীতে আ. লীগ নেতা ডা. মান্নান গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:২১ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ডা. মান্নানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার জামতলা এলাকা থেকে শাহমীরপুর পুলিশ ফাঁড়ির একটি দল তাকে আটক করে।

গ্রেপ্তার ডা. মান্নান বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দক্ষিণ শাহমীরপুর এলাকার স্থায়ী বাসিন্দা।

এ বিষয়ে জানতে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং কোনো মন্তব্য করতে রাজি হননি।

নগরীর চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, কর্ণফুলী থানা পুলিশ একজন আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসাংবাদিক হাউজিং সোসাইটিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন