কর্ণফুলীতে আ.লীগ নেতা গ্রেপ্তার, চান্দগাঁওয়ে সোপর্দ

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১১ মে, ২০২৫ at ১০:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে মোহাম্মদ সাইফুল আলম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাতে উপজেলার বড়উঠান শাহমীরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার সাইফুল বড়উঠান ৬ নম্বর ওয়ার্ড শাহমীরপুর গ্রামের আহমদ কবিরের ছেলে। এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা যায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ছাত্র আন্দোলন নাশকতার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজায়গাজমির বিরোধে ঘরে হামলা, কাঁচের জানালা, সিসি ক্যামেরা ভাংচুর
পরবর্তী নিবন্ধলামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী শওকতের মৃত্যু