কর্ণফুলীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়উঠান ও বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. ইমতিয়াজ প্রকাশ ইসমাইল (৪৮) ও মো. আলী আযম লিটন (৩৭)। ইমতিয়াজ বড়উঠান ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাহমিরপুর ইউনুস চৌকিদারের বাড়ির মো. ইউনুসের ছেলে। অন্যদিকে আযম কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ এবং বদলপুরা কালা মিয়া মাঝির বাড়ির মৃত হাফিজুর রহমানের ছেলে।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।