কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃ ক্লাব সাঁতার প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত শুক্রবার জুলধা ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন সরকারি খাস পুকুরে অনুষ্ঠিত হয়। কর্ণফুলী উপজেলা সহকারী (ভূমি) কমিশনার এসিল্যান্ড পীযূষ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার, কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জুলধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হক, উপজেলা ক্রীড়া সংস্থা নির্বাহী সদস্য এম এ রহিম, সাবেক জাতীয় সাঁতারু মাহবুবুর রহমান সাগর, চরলক্ষ্যা ইউপি সদস্য জয়নাল আবেদীন নবী, জুলধা ইউপি সদস্য সেকান্দর মির্জা। এসময় আরো উপস্থিত ছিলেন সাঁতার প্রশিক্ষক দ্বীন ইসলাম, মো. মহসিন, টিম ম্যানেজার আব্দুল খালেক জুয়েল, মো. সামশুদ্দিন, মো. লোকমান হাকিম, শহিদুল ইসলাম রনি, সোহেল আফরান, পরিচালনা কমিটির মো. আয়ুব, ইফতেখার ইরফাত, দিদারুল ইসলাম, বোরহান উদ্দিন তুহিন প্রমুখ। মাসব্যাপি সাঁতার প্রতিযোগিতার পঞ্চাশ মিটার মুক্ত সাঁতারে প্রথম স্থান লাভ করে চরলক্ষ্যা স্পোর্টস একাডেমি, দ্বিতীয় স্থান পায় শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাব ও তৃতীয় স্থান পায় মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়। বুক সাঁতারে প্রথম স্থান লাভ করে চরপাথরঘাটা কর্ণফুলী সংঘ, দ্বিতীয় স্থান পায় কালের কন্ঠ শুভ সংঘ ও তৃতীয় স্থান পায় ইছা নগর যুব সংঘ। চিৎ সাঁতারে প্রথম স্থান লাভ করে শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাব, দ্বিতীয় স্থান লাভ করে জুলধা শাহ্ আমির উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান পায় আব্দুল জলিল চৌধুরী (ডিগ্রি) কলেজ। প্রতিযোগিতা শেষে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা অফিস কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণের মাধ্যমে কর্ণফুলী আন্তঃ ক্লাব সাঁতার প্রতিযোগিতার পর্দা নামে।












