কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় মো. আবু জাহেদ (৪২) নামে এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। গ্রেপ্তার মো. আবু জাহেদ (৪২) শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ড আইয়ুব আলীর বাড়ির মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বলে পুলিশ জানায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, নাশকতা মামলায় এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরীর চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বিপুল অস্ত্র ও গুলিসহ অপহরণ চক্রের সদস্য আটক
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় আহত ২