কর্ণফুলীতে আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ৯:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন – চরপাথরঘাটা (৮নম্বর ওয়ার্ড) ইছানগর এলাকার মোহব্বত আলীর ছেলে মোঃ জাহেদ (৩৫) এবং বড়উঠান (১নম্বর ওয়ার্ড) ছকিনা বাপের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ তাজুল ইসলাম (৫৪)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জাহেদ উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য এবং গ্রেপ্তার তাজুল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ডেভিল হান্ট অভিযানে দু’জনকে গ্রেপ্তার করে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমাদকের টাকার জন্য মাকে জবাই, ছেলে আটক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযানে ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড