কর্ণফুলীতে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা, পণ্য ধ্বংস

অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ উপায়ে আইসক্রিম উৎপাদন ও বিক্রির অপরাধে হাবিবা আইসক্রিম ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং অস্বাস্থ্যকর বিবেচনায় প্রায় দেড় লাখ টাকা সমমূল্যের পণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাবিবা আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা। তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই’র অনুমোদন ব্যতীত আইসক্রিম উৎপাদন ও বিতরণের অভিযোগে হাবিবা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর আইসক্রিমসহ দেড় লাখ টাকার পণ্য জব্দ করে জনসম্মুখে তা ধ্বংস করা হয়।

এ সময় বিএসটিআই’র একটি টিম প্রসিকিউশন প্রদান করেন এবং থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধআদালত অবমাননার অভিযোগ সারজিস আলমকে আইনি নোটিশ
পরবর্তী নিবন্ধএক যুগ পর বদলি হলেন ‘সুপারভাইজার স্যার’ খ্যাত হাটহাজারীর পৌর লাইনম্যান