কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে অস্ত্র ও কার্তুজসহ রাশেদ নুর প্রকাশ রাশু (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বৈরাগ উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার রাজ্জাক নুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ১টি এলজি এবং ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নতুন হেলথ সেন্টারের উদ্বোধন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় স্কুলছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা