কর্ণফুলীকে হারিয়ে রানার্স আপ শোভনীয়া

দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের সমাপনী

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং ইউনিফ্রেন্ডস লি. এর পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ সম্পন্ন হয়েছে। গত ১০ ডিসেম্বরে এ লিগ শুরু হয়েছিল। গতকাল শনিবার লিগের শেষ খেলায় মাদারবাড়ি শোভনীয়া ক্লাব জয়লাভ করে লিগে রানার্স আপ হওয়ার গৌরব পায়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় শোভনীয়া ২০ গোলে কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে। খেলার ৯ মিনিটে বিজয়ী দলের ইরফাতুর রহমান প্রথম গোল করেন। ৭৫ মিনিটের সময় দ্বিতীয় গোল করেন মো. আরমান। এ জয়ের ফলে শোভনীয়া ৮ খেলা শেষে লিগে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ পয়েন্ট পায় এবং রানার্স আপ ট্রফি জিতে নেয়। সমান খেলায় কর্ণফুলী ক্লাব ১২ পয়েণ্ট অর্জন করে। এর আগের দিন দ্বিতীয় বিভাগ লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা। চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে ১ম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণ করবে।

গতকাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম। সিডিএফএ যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী, এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সিডিএফএ সহসভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, আকতারুজ্জামান, রাশেদুর রহমান মিলন, নাসির মিঞা, সৈয়দ মোহাম্মদ তানসীর, মো. মুজিবুর রহমান, এনামুল হক, মো. আলমগীর পারভেজ, মিসেস রেজিয়া বেগম ছবি, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত সহ সিজেকেএসসিডিএফএ কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধএবাদত মাঠে ফিরতে চান বিশ্বকাপের আগেই
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ইতিহাসে সেরা বিসিবি সভাপতি হব : সাকিব