করোনা সহায়তায় জেলা প্রশাসকের তহবিলে ১১ লাখ টাকা দিল বাপা

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:৩৫ অপরাহ্ণ

করোনা সহায়তার অংশ হিসাবে চট্টগ্রাম জেলা প্রশাসকের তহবিলে নগদ ১১ লাখ টাকা ও ২শ পরিবারের জন্য ত্রাণসামগ্রী দিয়েছে ফুড প্রসেসরস ফোরাম চট্টগ্রাম অঞ্চল। বাপা সহ-সভাপতি ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছানের সার্বিক তত্ত্বাবধানে গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের হাতে এ সহায়তা তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রামের নয়টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ অনুদান দেয়া হয়।
বক্তারা বলেন, করোনাকালীন সময়ে মানুষ জীবিকা নিয়ে এক দুর্যোগের সময় পার করছে। এ সময় মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য। এ সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় বনফুল-কিশোয়ান গ্রপের শহীদুল ইসলাম, ফুলকলি গ্রুপের কফিল উদ্দিন, ফেভারিটা লিমিটেডের মো. সাকিব, মাসুদ এগ্রোর মো. তানভীর, থাই ফুড প্রোডাক্টসের মাইকেল দে, এম আলম এন্ড কোম্পানির মন্‌জুরুল আলম, ওয়েল ফুডসের আসিফ হাসান, মধুবন ব্রেড এন্ড ইন্ড্রাস্ট্রিজের নুরুল আমিন, হিফস্‌ এগ্রো ফুডের ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, বিএসপি ফুডের অজিত দে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে বিভিন্ন সংগঠনের আজকের কর্মসূচি
পরবর্তী নিবন্ধমানিকছড়িতে হামলায় আহত কৃষকের মৃত্যু